ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

পানিতে ডুবে নটরডেম কলেজের শিক্ষার্থীর মৃত্যু

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২১
পানিতে ডুবে নটরডেম কলেজের শিক্ষার্থীর মৃত্যু

সাভার (ঢাকা): ঢাকার ধামরাইয়ে বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে বিলের পানিতে ডুবে রাফি আহমেদ (১৯) নামে নটরডেম কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রূপনগর এলাকার বাড়িগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

রাফি আহমেদ সাভারের ব্যাংক কলোনি এলাকার বাসিন্দা। তিনি ঢাকার নটরডেম কলেজের শিক্ষার্থী।
ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সোহেল রানা বলেন, দুপুরে রূপনগর এলাকায় বেড়াতে যায় রাফিসহ পাঁচ বন্ধু। এসময় বিলের পানিতে নেমে গোসল করছিলো তারা। হঠাৎ রাফি বিলের পানির স্রোতে ভেসে গেলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তখন একটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে যায়।

ঘটনাস্থলে আমাদের ডুবুরি ইউনিট না থাকা সত্ত্বেও পানি কম থাকায় আমরাই সন্ধান চালাই। পরে এক ঘণ্টা পর পানির তলদেশ থেকে রাফি নামে ওই শিক্ষার্থীর নিথর দেহ উদ্ধার করা হয়। এরপর সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।