ঢাকা, বৃহস্পতিবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঝিনাইগাতীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২১
ঝিনাইগাতীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

শেরপুর: ঝিনাইগাতীতে (শেরপুর) ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে রেজাউল ইসলাম (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

 

শনিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কাংশা ইউনিয়নের দুপুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রেজাউল স্থানীয় আলহাজ্ব মোজ্জাম্মেল হকের ছেলে।

স্থানীয়রা জানান, ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের দুপুরিয়া এলাকার কৃষক শফিউল্লাহ ইঁদুরের উৎপাত থেকে ফসল রক্ষায় নিজের ধান ক্ষেতের আইলে বৈদ্যুতিক তার বিছিয়ে রেখেছিলেন। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে মো. রেজাউল ইসলাম তার ধান ক্ষেতে বিষ দিয়ে ফিরে আসছিলেন। সে সময় শফিউল্লাহর জমিতে পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে গুরুতর আহত হন রেজাউল। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঝিনাইগাতী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, ১১ সেপ্টেম্বর ২০২১
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।