ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

নাজিরপুরে কলেজে নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২১
নাজিরপুরে কলেজে নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে মানববন্ধন মানববন্ধন।

পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুরের গাওখালী স্কুল অ্যান্ড কলেজে ল্যাব সহকারীসহ অফিস সহায়ক (চতুর্থ শ্রেণি) পদে নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে মানববন্ধন করেছেন ওই  প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষার্থী ও তাদের অভিভাবকসহ ও স্থানীয়রা ।

শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ওই প্রতিষ্ঠানের সামনের নাজিরপুর-বৈঠাকাটা সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

এতে বক্তব্য দেন ওই স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মাস্টার নিমাই চাঁদ তহশিলদার, দাতা সদস্য শাহ আলম, মো. নাইমুল ইসলাম প্রমুখ।  

এ সময় ওই প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির দুই সদস্য অভিযোগ করে বলেন, প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি সুখরঞ্জন বেপারী ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাফর বাহাদুর কমিটির অন্য সদস্যদের না জানিয়ে গোপনে বিজ্ঞপ্তি দিয়ে মোটা অংকের টাকার বিনিময় গত শুক্রবার (১০ সেপ্টেম্বর) দুইজন কর্মচারী নিয়োগ দেন। এর আগেও সম্প্রতি একইভাবে তিনজন কর্মচারী নিয়োগ দিয়েছেন। যা নিয়োগের প্রায় দুই মাস পর আমরা জানতে পারি। এমনকি এভাবে কয়টি পদে নিয়োগ দেওয়া হয়েছে তাও আমরা জানিনা। এ সময় দেউলবাড়ি ইউনিয়ন
ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাইমুল ইসলাম অভিযোগ করে জানান, এর আগের নিয়োগে তিনি প্রার্থী থাকলেও তার কাছ থেকে অগ্রিম বাবদ তিন লাখ টাকা নিয়েও সাক্ষাৎকারে (ইন্টারভিউ) ডাকা হয়নি। পরে সেই টাকা ফেরত দেন সভাপতি ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ।

এ ব্যাপারে জানাতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে একাধীকবার ফোন ও ক্ষুদে বার্তা দিলেও কোনো সাড়া পাওয়া যায়নি। তবে ম্যানেজিং কমিটির সভাপতি সুখরঞ্জন বেপারী নিয়োগ বাণিজ্যের অভিযোগ অস্বীকার করে জানান, সম্পূর্ণ সরকারি বিধি মেনে নিয়োগ কার্যের একটি ধাপ সম্পন্ন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।