ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরা সীমান্তে স্থাপনা নিয়ে ভারতীয় হাইকমিশনের ব্যাখ্যা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২১
সাতক্ষীরা সীমান্তে স্থাপনা নিয়ে ভারতীয় হাইকমিশনের ব্যাখ্যা

ঢাকা: সাতক্ষীরা সীমান্তে স্থাপনা নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে ঢাকার ভারতীয় হাইকমিশন ব্যাখ্যা দিয়েছে।

ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, গত ১১ ও ১২ সেপ্টেম্বর কয়েকটি জাতীয় ও আঞ্চলিক দৈনিকে ‘বিজিবির প্রতিবাদে স্থাপনা সরিয়ে নিলো বিএসএফ’ শীর্ষক সংবাদ পরিবেশিত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সাতক্ষীরার ভোমরা সীমান্তের বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গায় বিএসএফের স্থাপনা নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে বিজিবি। প্রকৃতপক্ষে সীমান্তের ওই এলাকায় বিএসএফ কোনো স্থাপনা নির্মাণ করছিল না।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী সূত্রে জানা গেছে, এটি বিএসএফ এর কোনো স্থাপনা নয়। এটি ছিল শূন্যরেখার কাছে অবস্থিত স্থানীয় পঞ্চায়েতের খেলার মাঠে স্পোর্টস স্টোর রুমের নির্মাণ কাজ। জনসাধারণের জন্য নির্মিতব্য স্থাপনা হওয়ায় বিএসএফ এতে অনুমতি দেয়। কিন্তু বিজিবির পক্ষ থেকে আপত্তি করায় তারা স্থাপনাটি মাঠের অন্যপাশে নির্মাণের উদ্যোগ নিয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে ভারতীয় হাইকমিশন।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২১
টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।