ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

তাঁত বোর্ডে নতুন চেয়ারম্যান, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট্রে এমডি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২১
তাঁত বোর্ডে নতুন চেয়ারম্যান, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট্রে এমডি

ঢাকা: বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সদস্য (অতিরিক্ত সচিব) মো. রেজাউল করিম।

আর বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট্রের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব ড. মো. রেজাউল হক।

সোমবার (১৩ সেপ্টেম্বর) তাদের নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শেখ রফিকুল ইসলামকে আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের কার্যালয়ের প্রধান নিয়ন্ত্রক করা হয়েছে।

আরেক প্রজ্ঞাপনের মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আলী হোসেনকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে বদলি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২১
এমআইএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।