রাজশাহী: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। তার রাজশাহীর বাসভবন উজান-এ গিয়ে খোঁজ নিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।
সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে হাসান আজিজুল হকের পাশে বেশ কিছুক্ষণ অবস্থান করেন এবং তার শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ বাদশা।
দীর্ঘ ৩১ বছর অধ্যাপনার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অদূরে বিশ্ববিদালয় হাউজিং সোসাইটিতে (বিহাস) নিজ বাড়ি ‘উজান’-এ লেখালেখি নিয়ে মগ্ন আছেন হাসান আজিজুল হক। গেল কিছুদিন আগে গুরুতর অসুস্থ হয়ে পড়েন উপমহাদেশের বিশিষ্ট এই কথাসাহিত্যিক।
১৯ দিনের চিকিৎসা শেষে শঙ্কামুক্ত হয়ে ঢাকা থেকে বাড়ি ফিরেছেন হাসান আজিজুল হক। গত ৯ সেপ্টেম্বর বিকেল সোয়া ৫টার দিকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় থেকে তাকে রাজশাহীর বাসায় নেওয়া হয়।
শারীরিক অবস্থার অবনতি হলে প্রধানমন্ত্রীর নির্দেশে গত ২১ আগস্ট হাসান আজিজুল হককে রাজশাহীর হজরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে কিছু পরীক্ষা-নিরীক্ষা করে হৃদযন্ত্রের সমস্যার বাইরেও ফুসফুসে সংক্রমণ, ইলেকট্রোলাইটের ভারসাম্যহীনতাসহ নানা সমস্যা ধরা পড়ে।
পরে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয়। এই হাসপাতালে আনার পরদিন ২২ আগস্ট বিএসএমএমইউর ইন্টারনাল মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সোহেল মাহমুদ আরাফাতকে প্রধান করে একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। এই মেডিক্যাল বোর্ডের অধীনেই তার চিকিৎসা চলে। পরে তিনি শঙ্কামুক্ত হয়ে রাজশাহীর নিজ বাসভবনে ফেরেন।
হাসান আজিজুল হকের ছেলে ইমতিয়াজ হাসান জানিয়েছেন, রাজশাহী ফরার পর তার বাবা বাড়িতে ভালোই আছেন। ঠিকমত খাচ্ছেন। চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন।
বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২১
এসএস/জেএইচটি