ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

ট্রাভেল ব্যাগে মিললো ৩৪ কেজি গাঁজা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২১
ট্রাভেল ব্যাগে মিললো ৩৪ কেজি গাঁজা

ঢাকা: রাজধানীর রমনা এলাকা থেকে ৩৪ কেজি গাঁজাসহ আল-আমিন হােসেন ওরফে শান্ত (৩০) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

আটক শান্ত কুমিল্লার কোতোয়ালি উত্তর থানার চানপুর গ্রামের বাসিন্দা।

 

সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে রাজধানীর রমনা এলাকায় অভিযান চালিয়ে শান্তকে আটক করা হয়। র‌্যাব-৩ এর অপারেশন অফিসার অতিরিক্ত পুলিশ বীণা রানী দাস বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বীণা রানী দাস জানান, মাদক বিক্রেতা শান্ত অভিনবপন্থায় ট্রাভেল ব্যাগে গাঁজা নিয়ে কুমিল্লা থেকে বাসে করে ঢাকায় আসেন। সেগুলো বিক্রির জন্য অন্য মাদক বিক্রেতাদের কাছে সরবরাহ করা কথা ছিলো। কিন্তু গোপন তথ্যের ভিত্তিতে রমনা এলাকা থেকে তাকে গাঁজাসহ আটক করে র‌্যাব-৩ এর অভিযানিক দল। তার সঙ্গে থাকা দু’টি ট্রাভেল ব্যাগ তল্লালি করে ৩৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

শান্তর বিরুদ্ধে রমনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান র‌্যাবের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২১
এসজেএ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।