ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

সুন্দরবনের মান্দারবাড়িয়া থেকে ১৬ জেলে আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২১
সুন্দরবনের মান্দারবাড়িয়া থেকে ১৬ জেলে আটক

সাতক্ষীরা: অবৈধভাবে পশ্চিম সুন্দরবনের অভয়ারণ্য ঘোষিত মান্দারবাড়িয়ায় ঢুকে মাছ ধরার অভিযোগে ট্রলারসহ ১৬ জেলেকে আটক করেছে বনবিভাগ। এসময় জালসহ মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

সোমবার (১৩ সেপ্টেম্বর) সকালে বনবিভাগের স্মার্ট পেট্রোল টিমের দলপতি বুড়িগোয়ালিনী স্টেশন অফিসার (এসও) সুলতান আহমেদের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক জেলেরা হলেন- বাগেরহাট জেলার শরণখোলা থানার রায়েন্দা গ্রামের জালাল খার ছেলে মিরাজ খাঁ, হাবিব খলিফার ছেলে কামরুল ইসলাম, মৃত ইয়াছিন মোল্যার ছেলে সেলিম মোল্যা, ওয়াজেদের ছেলে মো. নয়ন, মৃত রহমান মোল্যার ছেলে রফিক মোল্যা, হাবিব খনের ছেলে সবুর খান, জামাল খানের ছেলে ইমাম খান, মৃত শরিফ খানের ছেলে আব্দুর রহমান, কাছিম খানের ছেলে কালু খান, মৃত নেছার উদ্দিন হাকিমের ছেলে আব্দুল হাকিম, মৃত আশরাফ আলীর ছেলে মো. হারুন, আব্দুল হকের ছেলে মো. রিয়াজ, আব্দুল মান্নানের ছেলে মো. মিরাজ, মো. কবির হোসেন এর ছেলে মো. ইমাম হোসেন, লক্ষ্মীপুর জেলার আলেকজেন্ডার থানার আলেকজেন্ডার গ্রামের মৃত নুর ইসলামের ছেলে মো. ফিরোজ হোসেন ও কক্সবাজার জেলার কক্সবাজার থানার টেকপাড়া গ্রামের সুলতানের ছেলে মো. আবুল কাশেম।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এমএ হাসান জানান, আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।