ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভোলার মেঘনায় কার্গো ডুবি 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২১
ভোলার মেঘনায় কার্গো ডুবি  ফাইল ছবি

ভোলা: তীব্র স্রোতের কবলে পড়ে ভোলার মেঘনায় এমভি বনশ্রী-২ নামে একটি কার্গো জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় কার্গোতে থাকা চার স্টাফকে জীবিত উদ্ধার করা হয়েছে।

তবে কোনো হতাহতে খবর পাওয়া যায়নি।  

সোমবার (১৩ সেপ্টম্বর) দুপুরের দিকে মেঘনা নদীর রামদাসপুর চ্যানেলে এ ঘটনা ঘটে।  

উদ্ধাররা হলেন- কার্গোর মালিক সাইফুল ইসলাম (৪০) এবং তিন শ্রমিক- উজ্জল (৩৫), শফিক (২৫) ও রাব্বি (২০)। এদের সবার বাড়ি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার দিঘিরপাড় এলাকায়।

কার্গোটির মালিক সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, গত ১১ সেপ্টেম্বর সিলেট থেকে আট হাজার ঘনফুট পাথর নিয়ে তিনজন শ্রমিকসহ তারা বরিশালের উদ্দেশে রওনা দেন। সোমবার দুপুরের দিকে ভোলার রামদাসপুর চ্যানেলে এলে তীব্র স্রোত ও ঢেউয়ে কার্গোটি ডুবে যায়। এ সময় তারা সাঁতার কেটে নদীতে থাকা জেলেদের ট্রলারে উঠে প্রাণে রক্ষা পান।

ভোলার ইলিশা নৌথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২১
এসআরএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।