ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় ২৫ লাখ টাকার ভারতীয় চোরাই শাড়ি উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২১
নেত্রকোনায় ২৫ লাখ টাকার ভারতীয় চোরাই শাড়ি উদ্ধার বিজিবির অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় চোরাই শাড়ি উদ্ধার

নেত্রকোনা: নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলায় অভিযান চালিয়ে ২৫ লাখ ২৭ হাজার ৮০০ টাকা মূল্যের চোরাই ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ব্যাটালিয়ন (৩১ বিজিবি)।

সোমবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য  জানান নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধিনায়ক লে. কর্ণেল এ এস এম জাকারিয়া।

এতে জানানো হয়, জেলার দুর্গাপুর উপজেলায় ২নং দুর্গাপুর ইউনিয়নের বারমারী বিওপির নায়েব সুবেদার মো. মজিবুর রহমানের নেতৃত্বে বিওপির ৬ সদস্যের একটি টহল দল রোববার দিবাগত রাত ১টায় সীমান্ত এলাকায় টহল দিচ্ছিল। এ সময় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টহল দলটি ভারতীয় সীমান্ত পিলার ১১৬৪/৪-এস হতে আনুমানিক ৩’শ গজ বাংলাদেশের অভ্যন্তরে লক্ষীপুর নামক স্থানে অভিযান চালিয়ে চোরাই শাড়িগুলো জব্দ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা সীমান্ত এলাকা থেকে পালিয়ে যায়।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।