জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় গলায় ওড়না পেঁচানো অবস্থায় আশিক (১৪) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দক্ষিণ সোনাপাড়া এলাকায় নানা বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
আশিক দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বরহাট্টা উচিতপুর গ্রামের মিঠু মিয়ার ছেলে। সে সোনাপাড়া এলাকায় তার নানাবাড়ি থাকতো।
স্থানীয়রা জানান, প্রায় এক যুগ আগে ঘোড়াঘাটের মিঠু মিয়ার সঙ্গে পাঁচবিবির দক্ষিণ সোনাপাড়ার মনতাজ হোসেনের মেয়ে মোস্তাকিনার বিয়ে হয়। বিয়ের কিছুদিন পরে তাদের ঘরে আশিকের জন্ম হলেও বিচ্ছেদ ঘটে মা-বাবার। এরপর থেকেই মায়ের সঙ্গে নানাবাড়িতে থাকে আশিক। ছোট শিশুকে নানা-নানির কাছে রেখে মাও চলে যান বিদেশে। আর তখন থেকেই নানা-নানির কাছেই আশিক থাকতো। সোমবার বিকেলে নানা বাড়িতেই ছেলেটির গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বাংলানিউজকে জানান, আশিক আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে মূল কারণ জানতে বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২১
এসআরএস