ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

বাড়িতে গাঁজা চাষ করতেন দুই ভাই 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২১
বাড়িতে গাঁজা চাষ করতেন দুই ভাই 

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে পাঁচটি গাঁজার গাছসহ শাহজাহান (৩৭) ও  সাদ্দাম (৩৫) নামের দুই সহোদরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার কুঞ্জ নাকাই গ্রামের নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

শাহজাহান ও সাদ্দাম ওই গ্রামের আহমদ আলীর ছেলে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মেহেদী হাসান জানান, গ্রেপ্তার দুই ভাই দীর্ঘ দিন ধরে গোপনে গাঁজা চাষ করে বিক্রি করতেন। এ খবর পেয়ে তাদের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় পাঁচটি গাঁজার গাছসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।

ওসি আরও জানান, উদ্ধার গাঁজার মূল্য প্রায় ৮০ হাজার টাকা। এ ঘটনায় তাদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২১
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।