গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে পাঁচটি গাঁজার গাছসহ শাহজাহান (৩৭) ও সাদ্দাম (৩৫) নামের দুই সহোদরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার কুঞ্জ নাকাই গ্রামের নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মেহেদী হাসান জানান, গ্রেপ্তার দুই ভাই দীর্ঘ দিন ধরে গোপনে গাঁজা চাষ করে বিক্রি করতেন। এ খবর পেয়ে তাদের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় পাঁচটি গাঁজার গাছসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।
ওসি আরও জানান, উদ্ধার গাঁজার মূল্য প্রায় ৮০ হাজার টাকা। এ ঘটনায় তাদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২১
জেএইচটি