ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

ধর্ষণের অভিযোগে কাহালুতে আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২১
ধর্ষণের অভিযোগে কাহালুতে আটক ১ প্রতীকী

বগুড়া: বগুড়ার কাহালু উপজেলায় ১৩ বছরের একটি শিশুকে ধর্ষণের অভিযোগে বজলু মণ্ডল (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।  

সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কুশলীহার গ্রাম থেকে তাকে আটক করা হয়।

  বজলু একই উপজেলার মহিষামুড়া গ্রামের মৃত কছির উদ্দিনের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি ছোটবেলা থেকেই তার সৎ দাদির কাছে থাকে। গত ৩ সেপ্টেম্বর দিনগত রাতে মেয়েটিকে মুখ চেপে ধর্ষণ করেন সেই দাদির ছেলে বজলু।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমবার হোসেন বাংলানিউজকে জানান, শিশুটির কাছে বিস্তারিত শুনে এবং তার বাবার দেওয়া অভিযোগের ভিত্তিতে আসামিকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। সেই সঙ্গে শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসাপাতালে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২১
কেইউএ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।