ফেনী: ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের সুন্দরপুর গ্রাম থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন জানান, বিকেলে ফেনী পল্লী বিদ্যুতের কর্মীরা গাছের ডালপালা কাটতে গিয়ে ঝোপের মধ্যে বোরকা মোড়ানো মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরও জানান, ওই নারীর শরীরের মাংস খসে গেছে। এটি ৬/৭ মাস আগের মরদেহ বলে মনে হচ্ছে। মাথার চুল দেখে ধারণা করা হচ্ছে এটি নারীর মরদেহ।
বাংলাদেশ সময়: ২৩৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২১
এসএইচডি/আরবি