ঢাকা: রাজধানীর কমলাপুর এলাকায় ছুরিকাঘাতে অজ্ঞাতপরিচয় (২৬) এক যুবককে হত্যা করা হয়েছে। সোমবার (১৩ সেপ্টেম্বর) দিনগত রাত ১১টার দিকে দক্ষিণ কমলাপুর বাজার রোড এলাকায় এ ঘটনা ঘটে।
মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান জানান, দক্ষিণ কমলাপুর বাজার রোড এলাকার রাস্তায় রক্তাক্ত অবস্থায় ওই যুবক পড়েছিল। পরে পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহত যুবক ওই এলাকায় ভাসমান অবস্থায় থাকতেন। তার সঙ্গে চলাফেরা লোকজন তাকে ছুরিকাঘাত করেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। নিহতের শরীরে দুটি ছোট ছোট আঘাতের চিহ্ন রয়েছে। বিস্তারিত জানার জন্য পুলিশ কাজ করছে। এছাড়া মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ০০৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২১
এজেডএস/আরবি