ঢাকা, বুধবার, ২৭ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নাগর নদীতে নৌকা ডুবে ২ নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২১
নাগর নদীতে নৌকা ডুবে ২ নারীর মৃত্যু ছবি: বাংলানিউজ

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ও হরিপুর উপজেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকার নাগর নদীতে নৌকা ডুবে দুই নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হরিপুর উপজেলার কাঠালডাঙ্গী এলাকার সামিরুদ্দিনের স্ত্রী মাজেদা বেগম (২৬) ও একই উপজেলার আটঘরিয়া গ্রামের মৃত বুধু মুহাম্মদের মেয়ে রুবিনা বেগম (২৭)।

জানা গেছে, মাজেদা ও রুবিনা গরুর জন্য ঘাস কেটে আনতে নৌকা নিয়ে ভারতীয় সীমান্তবর্তী নাগর নদী পার হচ্ছিলেন। এ সময় নদীর তীব্র শ্রোতের কারণে নৌকাটি ডুবে যায়। কিছুক্ষণ পরে নদীর পাড়ে মাজেদার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা তাদের পরিবারকে জানায়। পরে আধা কিলোমিটার দূরে রুবিনার মরদেহ মেলে।

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আওরঙ্গজেব বাংলানিউজেকে বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ করেনি।  

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।