ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৩০) এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) আখাউড়া রেলওয়ে স্টেশনের পশ্চিম কলোনি এলাকার রেললাইনে ঘটনাটি ঘটে।
প্রাথমিক ভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।
আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ঢাকা-চট্টগ্রাম রেলপথের আখাউড়া স্টেশনের পশ্চিম কলোনি এলাকায় অজ্ঞাত এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা আমাদের খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪,২০২১
জেডএ