ঢাকা, বুধবার, ৩ পৌষ ১৪৩১, ১৮ ডিসেম্বর ২০২৪, ১৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গাবতলীতে চাতাল শ্রমিককে গলাকেটে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২১
গাবতলীতে চাতাল শ্রমিককে গলাকেটে হত্যা

বগুড়া: বগুড়ার গাবতলী উপজেলায় ইব্রাহীম (২২) নামে এক চাতাল শ্রমিককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।  

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।



মৃত ইব্রাহীম সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার খামারগাতি গ্রামের আশরাফ আলীর ছেলে। তিনি বগুড়ার শেরপুর উপজেলায় একটি চাতালে শ্রমিকের কাজ করতেন।

জানা যায়, সোমবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইব্রাহীম চাতাল মালিকের মোটরসাইকেল নিয়ে বের হন। পরে দিনগত রাত ২টার দিকে বগুড়া-চন্দনবাইশা সড়কে গাবতলী উপজেলার নিশিন্দারা এলাকায় একটি পরিত্যক্ত ইটভাটায় কয়েকজন দুর্বৃত্ত ইব্রাহীমকে গলাকেটে হত্যার চেষ্টা করে। এ সময় ইব্রাহীম গুরুতর জখম অবস্থায় দৌড়ে ইটভাটা সংলগ্ন পাকা সড়কে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ৬টার দিকে ইব্রাহীমের মৃত্যু হয়।

গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম বাংলানিউজকে জানান, এ ঘটনায় অভিযুক্তদের আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।