ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

সুন্দরবন থেকে ৪৪ জেলে আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২১
সুন্দরবন থেকে ৪৪ জেলে আটক এ চার ট্রলারে করে ৪৪ জন জেলে সুন্দরবনে গিয়েছিলেন

বাগেরহাট: অনুমতি ছাড়া সুন্দরবনে ঢুকে মাছ ধমরায় চারটি ফিশিং ট্রলারসহ ৪৪ জেলেকে আটক করেছে বনবিভাগ।  

সোমবার (১৩ সেপ্টেম্বর) রাতে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের দুবলা এলাকা থেকে তাদের আটক করা হয়।

এসময় ফিশিং ট্রলারে থাকা ইলিশ ধরার অনেকগুলো জাল জব্দ করের বনরক্ষীরা।  

আটক জেলেরা পিরোজপুর জেলার ইন্দুরকানী এলাকার বাসিন্দা।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, কোনো পাস (অনুমতি) ছাড়াই সুন্দরবনের ভেতরে ঢুকে মাছ ধরছিলেন ওই ৪৪ জেলে। এজন্য তাদের আটক করা হয়েছে। আটক জেলেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২১
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।