চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রহমত আলী (৩৫) নামে হত্যা-বিস্ফোরকসহ ২০টি ওয়ারেন্টভুক্ত মামলার পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার আড্ডা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আলী জেলা সদর উপজেলার রামচন্দ্রপুরহাট গ্রামের মৃত লাল মোহাম্মদের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্তি পুলিশ সুপার মাহবুব আলম খান বাংলানিউজকে জানান, গোপন তথ্যের ভিত্তিতে সকালে আড্ডা এলাকার এসবি কলেজের সামনে থেকে আলীকে গ্রেফতার করা হয়। তিনি হত্যা-বিস্ফোরকসহ ২০টি ওয়ারেন্টভুক্ত মামলার পলাতক আসামি। দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২১
এসআরএস