ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

বাংলানিউজের মোয়াজ্জেমের বাবা আর নেই

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২১
বাংলানিউজের মোয়াজ্জেমের বাবা আর নেই

ঢাকা: বাংলানিউজের স্টাফ করেসপন্ডেন্ট মোয়াজ্জেম হোসেনের বাবা মো. তোজাম্মেল হক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭১ বছর।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ২টায় চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

জানা যায়, গত রোববার (১২ সেপ্টেম্বর) বিকেল পাঁচটার দিকে তোজাম্মেল হক জামালপুরে নিজ এলাকায় মাগরিবের নামাজ পড়তে যাওয়ার সময় পেছন থেকে একটি অটোরিকশা ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তার স্বজনরা প্রথমে তাকে দ্রুত উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেন। সেখান থেকে তাকে সোমবার (১৩ সেপ্টেম্বর) সকালে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে তাকে হাসপাতালের আইসিইউতে রাখা হয়। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার বিকেলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরে মঙ্গলবার দুপুর ২টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।  

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বুধবার (১৫ সেপ্টেম্বর) সকালে জামালপুরে জানাজা শেষে তাকে দাফন করা হবে।  

এদিকে তোজাম্মেল হকের মৃত্যুতে বাংলানিউজ পরিবারের পক্ষ থেকে গভীর শোক জানিয়েছেন সম্পাদক জুয়েল মাজহার।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২১
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।