জামালপুর: জামালপুরের বকশীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় মামুন মিয়া (১৫) নামে আহত এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
স্থানীয়রা জানাণ, গতকাল সোমবার রাত ৯টার দিকে মামুন বাইসাইকেলে করে বকশীগঞ্জ উপজেলার ফকিরপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বকশীগঞ্জ হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকার বঙ্গবন্ধু মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হলে মঙ্গলবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২১
আরএ