রাজশাহী: মহামারি করোনার কারণে দীর্ঘ বিরতির পর জন সচেতনতামূলক কর্মসূচি নিয়ে আবারও মাঠে নেমেছে স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা)।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে শহরের সাহেববাজার জিরো পয়েন্টে নিসচা রাজশাহী জেলা শাখার উদ্যোগে সড়ক দুর্ঘটনা রোধে জন সচেতনতামূলক ট্রাফিক ক্যাম্পেইনসহ লিফলেট বিতরণ করা হয়।
জন সচেতনতামূলক এই ট্রাফিক ক্যাম্পেইন চলাকালে জনগণের মাঝে মাস্ক বিতরণ করা হয়। এ সময় করোনাকালীন বৈশ্বিক মহামারি প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলাসহ সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সচেতনতা করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই (নিসচা) রাজশাহী জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট তৌফিক আহসান টিটু, সহ-সভাপতি ওয়ালিউর রহমান বাবু, সহ-সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান কাজল, কার্যকরী সদস্য আবিদ হাসান সানু, রাকিবুল ইসলাম রকি, অধ্যক্ষ সিরাজুল ইসলাম ও নাইমুল ইসলাম মিঠুন।
বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২১
এসএস/এসআইএস