কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন উপাচার্য প্রফেসর ড. গোলাম মাওলা মারা গেছেন।
হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ২টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আবু তাহের স্বাক্ষরিত এক শোকবার্তায় শোক প্রকাশ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবার।
প্রফেসর ড. গোলাম মাওলা ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। তার বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলায়। প্রফেসর ড. গোলাম মাওলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টিবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষক ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২১
আরএ