ঢাকা: রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে আগ্নেয়াস্ত্রসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগ।
গ্রেফতার আসামি হলেন মো. ফয়েজ আহমেদ ওরফে ফয়জুল ইসলাম ওরফে ফয়সাল ইসলাম ওরফে রাসেল ওরফে ভাগ্নে রাসেল ওরফে ভাইয়া রাসেল ওরফে জামাই রাসেল।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে ডিএমপির ওয়ারী বিভাগের সিনিয়র সহকারী কমিশনার (এসি) মো. শামসুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সোমবার রাতে ১১টার দিকে ভাটারা থানার এলাকা থেকে অস্ত্রসহ জামাই রাসেলকে গ্রেফতার করা হয়।
এসি মো. শামসুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে ভাটারা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে কয়েকজন পালানোর সময় রাসেলকে গ্রেফতার করা হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে স্পেনের তৈরি একটি পিস্তল এবং ম্যাগজিনে লোডেড অবস্থায় দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
ভাটারা থানায় অস্ত্র আইনে দায়ের করা মামলায় গ্রেফতার রাসেলকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২১
এসজেএ/জেএইচটি