গাজীপুর: গাজীপুর সদর উপজেলার পাইনশাইল এলাকায় খালে নিখোঁজের একদিন পর রিয়া আক্তার (১০) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
রিয়া আক্তার পাইনশাইল এলাকার মো. সোলায়মান মিয়ার মেয়ে।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে পাইনশাইল এলাকার একটি খালে তার মরদেহ ভেসে উঠলে উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এর আগে সোমবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে এ খাল থেকে রিচি আক্তার (১৫), ইরিন আক্তার (১৬) ও মায়া আক্তার (১৪) নামে আরও তিন কিশোরীর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি।
এলাকাবাসী, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে চার কিশোরী পাইনশাইল এলাকায় একটি খালে গোসল করতে যায়। একপর্যায়ে খালের পানিতে সাঁতার কাটতে গিয়ে তারা পানিতে ডুবে যায়। এসময় স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে প্রথমে রিচি আক্তারকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর নিখোঁজ আপর তিন কিশোরীকে উদ্ধারে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। ডুবুরি দল অনেক চেষ্টা করে বিকেল পৌনে চারটার দিকে আইরিন আক্তারকে এবং বিকেল ৪টার দিকে মায়া আক্তার মৃত অবস্থায় উদ্ধার করে। কিন্তু রিয়া আক্তারকে উদ্ধার করতে পারেনি। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) তাকে উদ্ধারে আবার চেষ্টা শুরু করে ডুবুরি দল। একপর্যায়ে বিকেল ৪টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দক্ষিণে রিয়ার মরদেহ পানিতে ভেসে ওঠে। পরে মরদেহ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি মো. মিরাজ আলী জানান, ঘটনার দিন ৩ কিশোরীর মরদেহ পাওয়া গেলেও রিয়া আক্তার নিখোঁজ ছিল। মঙ্গলবার তার সন্ধানে আবার অভিযান চালানো হয়। একপর্যায়ে রিয়া আক্তারের মরদেহ পানিতে ভেসে ওঠে। পরে তার মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২১
আরএস/ওএইচ/