ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

রাজধানীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২১
রাজধানীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচর পশ্চিম রসূলপুরের একটি বাসায় বালতির পানিতে পড়ে হাফিজা (১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে ডাক্তার বাড়ি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শরিয়তপুরের ভেদেরগঞ্জ উপজেলার মো. সুমন হোসেনের মেয়ে হাফিজা। পশ্চিম রসূলপুর ডাক্তার বাড়ি মোড়ের আ. লতিফ মোল্লার বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া থাকে শিশুটির পরিবার।

শিশুটির বাবা সুমন হোসেন বলেন, বিকেলে বাসায় বসে তারা স্বামী-স্ত্রী ও তাদের এক ভাগনি খাবার খাচ্ছিলেন। তখন সেখান থেকে হামাগুড়ি দিয়ে বাধরুমে চলে যায় হাফিজা। কিছুক্ষণ পর তার ভাগনি বাথরুমে গেলে দেখতে পায় সে বালতির পানিতে পড়ে রয়েছে। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২১
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।