ঢাকা: রাজধানীর বংশাল এলাকা থেকে বিক্রয় নিষিদ্ধ বিদেশি ওষুধসহ বাপ্পী চন্দ্র (৩৫) নামে একজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় তার কাছ থেকে ৬ হাজার ৪৬৪ পিস বিক্রয় নিষিদ্ধ বিদেশি ওষুধ ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) র্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মাহফুজুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোমবার (১৩ সেপ্টেম্বর) রাজধানী ঢাকার বংশাল থানাধীন মিটফোর্ড রোড এলাকায় একটি অভিযান চালিয়ে আনুমানিক ৫ লাখ টাকা মূল্যের ৬ হাজার ৪৬৪ পিস বিক্রয় নিষিদ্ধ বিদেশি ওষুধসহ কালোবাজারি চক্রের এক সদস্যকে আটক করা হয়।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক বাপ্পী পেশাদার ওষুধ কালোবাজারি চক্রের সদস্য। বেশ কিছুদিন ধরে অবৈধভাবে বিক্রয় নিষিদ্ধ বিভিন্ন বিদেশি কোম্পানির ওষুধ কালোবাজারি ও চোরাচালানের মাধ্যমে সংগ্রহ করে মিটফোর্ড এলাকাসহ ঢাকা শহরের বিভিন্ন ওষুধের দোকানে সরবরাহ করে আসছিলেন। বাপ্পীর বিরুদ্ধে বংশাল থানায় মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২১
এসজেএ/আরআইএস