সিলেট: সিলেটে আতিকুর রহমান আতিক নামে ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো. লুৎফর রহমানের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এতে বলা হয়, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিনের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) রাশেদুল হক চৌধুরী এবং গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ চৌধুরীর তত্ত্বাবধানে এএসআই প্রণয় নাল সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে আতিককে গ্রেফতার করতে সক্ষম হন।
গোলাপগঞ্জ উপজেলার খালপার গ্রামের মোবারক আলীর ছেলে আতিক ২০০৬ সালের একটি মামলার ফাঁসির সাজাপ্রাপ্ত আসামি। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৩ সেপ্টেম্বর) দিনগত রাতে ফেঞ্চুগঞ্জ উপজেলার মানিককোনা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২১
এনইউ/ওএইচ/