ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নালিতাবাড়ীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২১
নালিতাবাড়ীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু পানিতে ডুবে মৃত্যু

শেরপুর: শেরপুরের নালিতাবাড়ীতে মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে খেলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

মৃতরা হলো- উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের পানিহাটা গ্রামের আসমত আলীর ছেলে মাসুম (৩) ও আসমতের ভাই আলী আজগরের ছেলে রাব্বি (৩)।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকেলে মাসুম ও রাব্বি একসঙ্গে খেলা করছিল। এ সময় তারা পার্শ্ববর্তী দুলাল মিয়ার পুকুরে পড়ে নিখোঁজ হয়।

তাৎক্ষণিক শিশুদের পরিবারের লোকজন তাদের না দেখে খোঁজ করতে গেলে ওই পুকুরে এক শিশুকে ভাসতে দেখে এবং অপর শিশুকে ডুবন্ত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে। পরে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক শিশুদের মৃত ঘোষণা করেন।

একই বাড়ির দুই ভাইয়ের দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ওই ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল জব্বার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।