কুমিল্লা: কুমিল্লার দাউদকান্দিতে পুকুরের পানিতে ডুবে দুইটি শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের লক্ষীপুর গ্রামের খিলালপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
মৃতরা হলো- ওই গ্রামের হোসেন মিয়ার মেয়ে তানিশা (৫) ও প্রবাসী শরীফের মেয়ে নুসরাত (৪)।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে বাড়ির পাশে পুকুরঘাটে খেলছিল তানিশা ও নুসরাত। পরে অনেক সময় হয়ে গেলেও শিশু দু’টিকে বাড়িতে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। একপর্যায়ে ওই পুকুর থেকে তানিশা ও নুসরাতকে ভাসমান ও নিথরাবস্থায় উদ্ধার করা করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২১
এসআরএস