খাগড়াছড়ি: খাগড়াছড়ির গুইমারা উপজেলায় বজ্রপাতে মনি বেগম (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার মুসলিম পাড়ায় এ বজ্রপাতের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বিকেলে বাড়িতে কাজ করছিলেন মনি। এ সময় বজ্রপাতে আহত হন মনি। তাৎক্ষণিকভাবে স্বজনরা তাকে উদ্ধার করে মাটিরাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২১
এডি/ওএইচ/