বরিশাল: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, লেবুখালী সেতু খুব শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী এ সেতুর উদ্বোধন করবেন।
তিনি বলেন, পিরোজপুরের বেকুটিয়া সেতু ৭৫ শতাংশ কাজ শেষ হয়েছে। এছাড়া নলুয়া-বাহেরচর সেতু একনেকে পাস হয়েছে।
বুধবার (১৫ সেপ্টেম্বর) বরিশাল বিভাগের ১১টি সেতুর ভার্চ্যুয়াল উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার সংস্কৃতি শুরু করতে হবে। কাজের মান ঠিক রেখে কাজগুলোর গতিসম্পন্ন করতে হবে।
উদ্বোধন হওয়া সেতুগুলো হলো- বরিশালের রহমতপুর-বাবুগঞ্জ-মুলাদি-হিজলা সড়কের ২৮ দশমিক ৭৮ মিটার দৈর্ঘ্যের বাবুগঞ্জ সেতু, ৩১ দশমিক ৮২৮ মিটার দৈর্ঘ্যের খাশেরহাট সেতু, ৩১ দশমিক ৮২৮ মিটার দৈর্ঘ্যের নবাবের হাট সেতু, ৩১ দশমিক ৮২৮ মিটার দৈর্ঘ্যের কাউরিয়া সেতু, ২৫ দশমিক ৭৪ মিটার দৈর্ঘ্যের খাশেরহাট সেতু, বরিশাল-ঝালকাঠি-ভান্ডারিয়া-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের ৪৪ দশমিক ২ মিটার দৈর্ঘ্যের গুরুধাম সেতু, কাঁঠালিয়া (বান্দাঘাটা)-কৈখালী-বনাইহাট সড়কের ৬৯ দশমিক ৮৯৮ মিটার দৈর্ঘ্যের তফসের খেয়াঘাট সেতু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী তারেক ইকবাল, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মিন্টু রঞ্জন দেবনাথসহ প্রকৌশলীরা।
সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী তারেক ইকবাল বলেন, বরিশাল বিভাগের চারটি জেলার ১১টি সেতু আজ মন্ত্রী মহোদয় উদ্বোধন করেছেন। এ সেতুগুলোর প্রতিটির স্থলে স্টিলের বেইলি ব্রিজ ছিল, যা যানবাহন চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ ছিল। ব্রিজ চালুর মাধ্যমে নিরাপদ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত হলো। এ বছরও আমরা তিনটি সেতু রিপলেসমেন্ট করার কাজ হাতে নিয়েছি। চিন্তাভাবনা রয়েছে আগামীতে একটি বড় প্রকল্পের মাধ্যমে সব বেইলি ব্রিজ ও ঝুকিপূর্ণ সেতু রিপ্লেস করার।
বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২১
এমএস/আরআইএস