ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে জলবায়ু পরিবর্তন-অধিপরামর্শ বিষয়ক প্রশিক্ষণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২১
বাগেরহাটে জলবায়ু পরিবর্তন-অধিপরামর্শ বিষয়ক প্রশিক্ষণ প্রশিক্ষণ কর্মশালা।

বাগেরহাট: বাগেরহাটে দুই দিনব্যাপী জলবায়ু পরিবর্তন ও অধিপরামর্শ বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শুরু হয়েছে।  

বুধবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় বাগেরহাট শহরের ধানসিঁড়ি হোটেলের ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।

বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের সহযোগিতায় এবং উদয়ন বাংলাদেশের বাস্তবায়নে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বাগেরহাট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আহাদ উদ্দিন হায়দার, অবসরপ্রাপ্ত শিক্ষক মুখার্জী রবীন্দ্রনাথ, বাগেরহাট জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের সভাপতি অ্যাডভোকেট শরিফা খাতুন, সাধারণ সম্পাদক শেখ আসাদ, বাগেরহাট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মণ্ডল, উদয়ন বাংলাদেশের পরিচালক ইসরাত জাহান, সাংবাদিক আলী আকবর টুটুল, লিডার্সের মনিটরিং অফিসার কুমার উপস্থিত ছিলেন। এই প্রশিক্ষণে বাগেরহাট জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের সদস্যরা প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করেছেন।

দুই দিনব্যাপী এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের জলবায়ু পরিবর্তন, জলবায়ু পরিবর্তনের প্রভাব, জলবায়ু পরিবর্তনের ক্ষতি কমানোর উপায়, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব থেকে উপকূলীয় মানুষের বাঁচার কৌশল বিষয়ে প্রয়োজনীয় শিক্ষা দেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।