ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ থেকে নজরুল ইসলাম (৫৫) নামে প্রধান শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ওই স্কুলের শ্রেণিকক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সকালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে নজরুল ইসলামের মরদেহ রশিতে ঝুলতে দেখে পুলিশে খবর দেয় গ্রামবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তার মরদেহ উদ্ধার করে।
জানা গেছে, গত সোমবার সকালে নিজ বাড়ি থেকে প্রধান শিক্ষক নজরুল ইসলাম বিদ্যালয়ে গিয়ে সকল শিক্ষকদের সাথে দেখা ও শিক্ষার্থীদের পাঠদান করান। বিদ্যালয় ছুটি হয়ে গেলে শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা যে যার মতো করে বাড়িতে চলে যায়। কিন্তু প্রধান শিক্ষক বাড়িতে না গিয়ে বিদ্যালয়ে অবস্থান করেন। বাড়িতে ফিরে না আসায় তার স্ত্রী আসমা খাতুন বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করতে থাকেন। এরপর ওই দিন (সোমবার) রাতে চুয়াডাঙ্গা সদর থানায় একটি জিডি করেন। যার নম্বর (৬০১)।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) শেখ মোহাম্মাদ সোহেল রানা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিক্ষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় একটি অপমৃত মামলা হবে বলে জানান ওই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২১
আরএ