ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

বীর মুক্তিযোদ্ধা খাঁন মাহাবুবুরের প্রথম মৃত্যুবার্ষিকী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২১
বীর মুক্তিযোদ্ধা খাঁন মাহাবুবুরের প্রথম মৃত্যুবার্ষিকী

ফরিদপুর: ফরিদপুর জেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক, ন্যাশনাল ব্যাংকের সাবেক পরিচালক ও বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান খাঁনের প্রথম মৃতুবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল এবং স্মরণ সভায় আয়োজন করা হয়েছে।

বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এবং পরিবারের পক্ষ থেকে ফরিদপুর শহরের বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

 

এছাড়াও বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) শহরের আলীপুর উদয়ন ক্লাব সংঘের উদ্যোগে এক স্মরণ সভার আয়োজন করা হয়েছে।  মিলাদ, দোয়া মাহফিল ও স্মরণ সভায় ফরিদপুর জেলা, পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা ছাড়াও বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।

বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২১
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।