কক্সবাজার: কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের একটি কালভার্টের নিচ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৫ সেপ্টেম্বর) সকালের দিকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া অংশের সড়কে লাশটি দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে তারা গিয়ে লাশটি উদ্ধার করে।
শামলাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক নুর মোহাম্মদ বাংলানিউজকে বলেন, লোকটির পরনে পাঞ্জাবি-পায়জামা ছিল। বয়স আনুমানিক ৩৫-৩৬ বছর হবে। শরীরের কোথাও আঘাতের চিহ্ন নেই। তবে নাক ও মুখ দিয়ে রক্ত বের হওয়ার আলামত রয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২১
এসবি/এনএসআর