ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার ১০ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়ন করা হয়।
বদলি হওয়া পুলিশ কর্মকর্তারা হলেন—মোহাম্মদ ইমরুলকে সহকারী পুলিশ কমিশনার (ফোর্স), মো. হালিমুল হারুনকে সহকারী পুলিশ কমিশনার (সচিবালয় নিরাপত্তা), মো. হাবিবুর রহমানকে সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল-কোতয়ালী), সৌম্য শেখর পালকে সহকারী পুলিশ কমিশনার (ডেভেলপমেন্ট), এস এম হাসান সিদ্দিকীকে সহকারী পুলিশ কমিশনার (ট্রেনিং), মো. আরিফুল হোসেইন তুহিনকে সহকারী পুলিশ কমিশনার (সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ), মুহম্মদ মনিরুজ্জামানকে সহকারী পুলিশ কমিশনার (কোয়ার্টার মাস্টার), গোর্কি চৌধুরীকে সহকারী পুলিশ কমিশনার (উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশন), তরিকুল ইসলামকে সহকারী পুলিশ কমিশনার (ডিপ্লোম্যাটিক সিকিউরিটি) এবং কপিল দেব গাইনকে সহকারী পুলিশ কমিশনার (প্রটেকশন) হিসেবে পদায়ন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা সেপ্টেম্বর ১৫, ২০২১
এসজেএ/এমজেএফ