ঢাকা: এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে বিশ্বের মোট মাছের ৬০ শতাংশ সরবরাহ করা হয়। যদিও এই অঞ্চলটি সামুদ্রিক প্লাস্টিক দূষণের কেন্দ্রস্থল।
বুধবার (১৫ সেপ্টেম্বর) এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ঢাকা অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এডিবির টেকসই উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন বিভাগের মহাপরিচালক ব্রুনো ক্যারাসকো বলেছেন, এখন পর্যন্ত সমুদ্র প্রকল্পগুলোর জন্য অর্থায়ন স্বল্পমেয়াদি। দীর্ঘমেয়াদি এ সমস্যার সমাধানে ছোট ছোট চুক্তি থেকে রূপান্তরমূলক বাজার লেনদেনে অগ্রসর হওয়া প্রয়োজন। সমস্যা সমাধানে এ মাসে এডিবি তার প্রথম নীল বন্ড জারি করেছে। টেকসই নীল অর্থনীতি গড়ে তোলার পাশাপাশি সমুদ্রের সমস্যাগুলো সমাধানের জন্য নেওয়া হয়েছে আর্থিক বাজার ব্যবহার করার পরিকল্পনা।
এডিবি জানায়, ২০১৯ সালে এডিবি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পরিবেশসম্মত মহাসাগর এবং টেকসই নীল অর্থনীতির জন্য পরিকল্পনা গ্রহণ করেছে। এই পরিকল্পনার লক্ষ্য হলো সমুদ্রের স্বাস্থ্য, সামুদ্রিক প্রোটিন এবং জীবিকার জন্য এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নিয়ন্ত্রণ। এজন্য ২০১৯ থেকে ২০২৪ সালের মধ্যে সহযোগীদের জন্য অর্থ সহায়তা ৫ বিলিয়ন ডলারে উন্নীত করেছে এডিবি।
এডিবির ভাইস প্রেসিডেন্ট ফাইন্যান্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট ইনগ্রিড ভ্যান উইস বলেন, সমুদ্রের স্বাস্থ্য, সামুদ্রিক প্রোটিন এবং জীবিকার জন্য এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নিয়ন্ত্রণ করাই প্রধান লক্ষ্য। এ সমস্যা দূর করতে অনুপ্রেরণার পাশাপাশি নতুন তহবিল তৈরি করবে এডিবি। আমরা বিশ্বাস করি এই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য ব্লু বন্ড একটি ভালো পদক্ষেপ হবে।
তিনি জানান, ব্লু বন্ড মডেলটি প্রতিলিপিযোগ্য ও পরিমাপযোগ্য। এডিবি তাদের নিজস্ব ব্লু বন্ড ইস্যুর প্রচেষ্টা সমর্থন করার জন্য অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। এটি মৎস্য, সামুদ্রিক এবং উপকূলীয় পর্যটন নিয়ন্ত্রণ, উপকূলীয় দূষণ হ্রাস ও বৃত্তাকার অর্থনীতি ত্বরান্বিত করবে। এছাড়া সামুদ্রিক নবায়নযোগ্য শক্তি, সবুজ বন্দর এবং শিপিং প্রকল্পে বিনিয়োগের মাধ্যমে সৃষ্টি করবে কর্মসংস্থান, যা অর্থনৈতিক বৃদ্ধিকে গতিশীল করবে।
বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২১
এমআইএস/এনএসআর