ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

আদিতমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২১
আদিতমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু ছবি: প্রতীকী

লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মঙ্গল চন্দ্র (৩৭) ও বিউটি রানী (৪০) নামে দুই জনের মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ সেপ্টেম্বর) উপজেলার সবদল ও ফলিমারী গ্রামে তাদের মৃত্যু হয়।

মঙ্গল উপজেলার সারপুকুর ইউনিয়নের সবদল সবজি বাজার এলাকার মৃত ফিদাম চন্দ্রের ছেলে এবং বিউটি একই উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী গ্রামের সন্তোষ চন্দ্রের স্ত্রী।

জানা গেছে, বুধবার দুপুরে নিজ বাড়িতে সেচ পাম্পের লাইন সংযোগের কাজ করছিলেন কৃষক মঙ্গল। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আদিতমারী হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।

অপর দিকে মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) রাতে বৈদ্যুতিক চুলায় রান্না করার সময় নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হন বিউটি। স্থানীয়রা তাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকলে তিনি মৃত্যুবরণ করেন।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল ইসলাম তাদের মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।