পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুরে ভিমরুলের কামড়ে বকুল বালা মজুমদার (৮০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) রাতে তার মৃত্যু হয়।
তিনি উপজেলার সদর ইউনিয়নের দীঘিরজান গ্রামের দাসের হাওলা এলাকার মৃত্যু অনন্ত কুমার মজুমদারের স্ত্রী।
নিহতের ছেলে স্বপন মজুমদার বাংলানিউজকে বলেন, আমাদের বাড়িতে একটি বাদাম গাছে ভিমরুলের বাসা ছিল। মঙ্গলবার বিকেলে গাছের ঢালসহ ভিমরুলের বাসাটি ভেঙে নিচে পড়ে যায়। মা ওই ডাল সরাতে গেলে তাকে ভিমরুল কামড়িয়ে মারাত্বকভাবে আহত করে। পরে মাকে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে রাতে বাড়িতে নিয়ে আসা হয়। ওই রাতে তিনি হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন।
বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২১
জেডএ