ফরিদপুর: ফরিদপুরের নগরকান্দায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের ঘটনায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত ১০ জনকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে আটকদের ফরিদপুর আদালতে পাঠানো হয়।
আটকরা হলেন- মানিকদি গ্রামের এস্কেন ফকির (৪০), আবুল ফকির (৩৮), সারোয়ার (৬৫), ইব্রাহিম মোল্লা (৩০), কচি মাতুব্বর (৪০), সুমন ফকির (২২), সারোয়ার হোসেন ভুইঁয়া (৪২), সাহেদ আলী (২২), সম্রাট শেখ (২০) ও হারুন শেখ (২৫)।
জানা যায়, মঙ্গলবার রাত দেড়টায় উপজেলার তালমা ইউনিয়নের মানিকদি গ্রাম থেকে তাদের আটক করা হয়।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বিপ্লব বলেন, আদালত থেকে গ্রেফতারি পরোয়ানাভুক্ত ১০ জনকে আটক করা হয়েছে। আটকদের বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২১
এনটি