ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ডেঙ্গুতে মারা গেলেন সাবেক হুইপ আছপিয়া

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২১
ডেঙ্গুতে মারা গেলেন সাবেক হুইপ আছপিয়া

সুনামগঞ্জ: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক হুইপ অ্যাড. ফজলুল হক আছপিয়া (৮৫) (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)।

বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ঢাকায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বিএনপি চেয়ারপার্সনের এ উপদেষ্টা।

অ্যাডভোকেট ফজলুল হক আছপিয়া সুনামগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন।

সুনামগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক জামাল উদ্দিন বাকের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত এক মাস ধরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ফজলুল হক আছপিয়া। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে শারিরিক অবস্থার অবনতি হলে দুপুর ২টার দিকে মারা যান তিনি।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজা নামাজ ও দাফনের বিষয়ে পরে জানানো হবে বলে জানান জামাল উদ্দিন বাকের।

সুনামগঞ্জ-৪ আসন থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হওয়া ফজলুল হক আছপিয়া অষ্টম জাতীয় সংসদে সরকারি দলের হুইপের দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা সেপ্টেম্বর ১৫, ২০২১
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ