ঢাকা: ঘুষ ও দুর্নীতির মাধ্যমে ১২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং তথ্য গোপনের অভিযোগে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সহকারী পরিচালক ফারহানুল ইসলাম ও রায়হানুল ইসলামের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (১৫ সেপ্টেম্বর) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।
দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ সংস্থাটির উপপরিচালক রফিকুজ্জামান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার আসামিরা হলেন—ফারহানুল ইসলাম (৩৪) ও রায়হানুল ইসলাম (২৯)।
১২ কোটি ৮৪ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারাসহ মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ২০১২ এর ৪ (২) ধারায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২১
এসএমএকে/এমজেএফ