ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

‘ভিক্ষা নয়, কর্মের মাধ্যমে জীবন পরিচালনা করতে চাই’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২১
‘ভিক্ষা নয়, কর্মের মাধ্যমে জীবন পরিচালনা করতে চাই’ গাজী মিজানুর রহমান

ঢাকা:  ‘ভিক্ষা নয়, কর্মের মাধ্যমে জীবন পরিচালনা করতে চাই’ এমন ব্যানার হাতে গাজী মিজানুর রহমান (২১) নামে এক দৃষ্টি প্রতিবন্ধীকে ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

বুধবার (১৫ সেপ্টেম্বর) প্রেস ক্লাবের সামনে এমন দৃশ্য দেখা যায়।

প্রেসক্লাবের সামনে ব্যানার হাতে দাঁড়ালে কাজ পাওয়া যাবে এ আশা নিয়ে তিনি এখানে এসেছেন।

তার হাতে থাকা ব্যানারে আরও লেখা ছিল, আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী। কিন্তু আমি অন্যের বোঝা হয়ে থাকতে চাই না। নিজের মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে জীবিকা উপার্জন করতে চাই।

মিজানুর জানায়, তার গ্রামের বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জের নয়নপুরে। তিনি গ্রামের বাড়িতে বাবা-মায়ের সঙ্গে থাকেন। তিন ভাই ও চার বোনের মধ্যে তিনি সবার ছোট। মাদ্রাসার হিফজ বিভাগে কিছুটা পড়ালেখা করেছেন। তবে অর্থের অভাবে পড়ালেখা চালিয়ে যেতে পারেননি। বাবা-মায়ের বয়স হওয়ায় এখন আর পরিবারকে আর্থিকভাবে সহায়তা করতে পারেন না। বড় ভাইয়েরা বিয়ে করে নিজেদের মতো ঘর-সংসার করছেন। এ অবস্থায় তিনি বিপদে পড়ে গেছেন। তাই নিজের পায়ে দাঁড়াতে চান তিনি। কিন্তু কোনো পথ খুঁজে পাচ্ছেন না।

তিনি জানান, তিনি মানুষের কাছ থেকে ভিক্ষা নিতে চান না। কাজ করে খেতে চান। তিনি যে ধরণের কাজ পারেন সেগুলো দিলে ভালো ভাবেই করতে পারবেন বলে জানান তিনি।

মিজানুর আরও জানান, এক বড় ভাইয়ের পরামর্শে তিনি প্রেস ক্লাবের সামনে এসেছেন। জীবনে এই প্রথম কোনো দাবি নিয়ে এখানে এসে দাঁড়িয়েছেন তিনি। এখান থেকেই কাজ পাবেন বলে বিশ্বাস তার।

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।