নাটোর: নাটোরের সিংড়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রুবেল প্রাং (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বাড়ির পাশে কৃষি জমিতে বৈদ্যুতিক মোটরে সংযোগ দিতে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রুবেল উপজেলার পশ্চিম ভেংড়ী গ্রামের আব্দুল করিম প্রামানিকের ছেলে। তিনি সিংড়ার বামিহাল রহমত ইকবাল অনার্স কলেজের ছাত্র। তার অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুর ই আলম সিদ্দিকী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২১
এনটি