ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

আফগানিস্তান থেকে দেশে ফিরলেন আরও ৬ বাংলাদেশি

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২১
আফগানিস্তান থেকে দেশে ফিরলেন আরও ৬ বাংলাদেশি

ঢাকা: আফগানিস্তান থেকে আরও ৬ জন বাংলাদেশি দেশে ফেরত এসেছেন। সব মিলিয়ে আফগানিস্তানে থাকা মোট ৩০ বাংলাদেশির মধ্যে ২৩ জন দেশে ফিরলেন।

কাবুল ত্যাগ করে স্পেনের মার্কিন ঘাঁটিতে আশ্রয় পাওয়া এই ছয় বাংলাদেশি বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় এসে পৌঁছান।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, মার্কিন সেনাবাহিনী আফগানিস্তানে ওই বাংলাদেশিদের উদ্ধারের পর গত ২৮ আগস্ট সৌদি আরবের রিয়াদে নিয়ে যায়। এরপর গত ৩০ আগস্ট মার্কিন সামরিক বিমানে করে স্পেনের রোটা সামরিক ঘাঁটিতে তাদের নামিয়ে দেওয়া হয়।

মার্কিন সামরিক বাহিনীর তত্ত্বাবধানে তারা রোটা সামরিক ঘাঁটিতে অস্থায়ীভাবে অবস্থান করছিলেন। বাংলাদেশে ফেরার জন্য তারা দূতাবাসের সহযোগিতা চান। পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের দেশে ফেরাতে সহযোগিতা করার জন্য দূতাবাসকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়। মাদ্রিদে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস তাদের সঙ্গে যোগাযোগ করে দেশে ফিরিয়ে আনে।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২১
টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।