ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

ভূমি মন্ত্রণালয়ের ৫ জন পেলেন শুদ্ধাচার পুরস্কার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২১
ভূমি মন্ত্রণালয়ের ৫ জন পেলেন শুদ্ধাচার পুরস্কার ভূমিমন্ত্রী পুরস্কারপ্রাপ্ত একজনের হাতে সনদ তুলে দিচ্ছেন

ঢাকা: কর্মক্ষেত্রে শুদ্ধাচার চর্চার স্বীকৃতি স্বরূপ ভূমি মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর/সংস্থার পাঁচজন কর্মকর্তা-কর্মচারী পেয়েছেন জাতীয় শুদ্ধাচার পুরস্কার।

বুধবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে ভূমিমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের হাতে শুদ্ধাচার পুরস্কারের সম্মাননা সনদ তুলে দেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।

ভূমি মন্ত্রণালয়ের আওতাভুক্ত ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সাবেক পরিচালক মো. আব্দুল হাই ২০২০-২১ অর্থ বছরের শুদ্ধাচার পুরস্কার অর্জন করেন। মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা দেবরাজ পাহলান মিঠু ও অফিস সহায়ক অজিত সরকার নিজ নিজ ক্যাটাগরিতে ২০১৯-২০ অর্থ বছরের এবং প্রশাসনিক কর্মকর্তা রিজাউল করিম ও সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর রাজিয়া সুলতানা নিজ নিজ ক্যাটাগরিতে ২০২০-২১ অর্থ বছরের শুদ্ধাচার পুরস্কার অর্জন করেন।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২১
জিসিজি/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।