ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

সরিষাবাড়ীতে নদীতে ডুবে কিশোর নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২১
সরিষাবাড়ীতে নদীতে ডুবে কিশোর নিখোঁজ

জামালপুর: জামালপুরের সরিষাবাড়ীতে নদীতে ডুবে রাকিব হাসান (১৫) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে।

বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে সরিষাবাড়ী পৌরসভার ঘোনারপাড়া এলাকায় ঝিনাই নদীতে গোসল করতে নেমে সে নিখোঁজ হয়।

নিখোঁজ রাকিব ঘোনারপাড়া গ্রামের হাফিজুর রহমানের ছেলে। সে সরিষাবাড়ী আরডিএম পাইলট মডেল উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী ছিল।

নিখোঁজ শিক্ষার্থীর মা রাশেদা বেগম বাংলানিউজকে জানান, রাকিব মৃগীরোগে আক্রান্ত ছিল। বুধবার দুপুরে কাউকে না জানিয়ে বাড়ি থেকে বের হয় এবং নদীতে গোসল করতে নামে। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

জামালপুর ফায়ার সার্ভিসের উদ্ধার দলের প্রধান রকিবুল ইসলাম বাংলানিউজকে জানান, চার সদস্যের ডুবুরি দল বিকেল সাড়ে ৫টা থেকে উদ্ধার কার্যক্রম শুরু করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজের সন্ধান মেলেনি।

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।