ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

নান্দাইলে জমি নিয়ে বিরোধে প্রাণ গেল কৃষকের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২১
নান্দাইলে জমি নিয়ে বিরোধে প্রাণ গেল কৃষকের

 

ময়মনসিংহ: ময়মনসিংহের নান্দাইল উপজেলায় জমি সংক্রান্ত বিরোধে দু’পক্ষের সংঘর্ষে মো. আশরাফ শেখ (৪০) নামে এক কৃষক নিহত হয়েছেন।

নিহত মো. আশরাফ শেখ উপজেলার রাজগাতি ইউনিয়নের পূর্ব দুরল্লা গ্রামের মৃত আমির হোসেনের ছেলে।

  এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

নান্দাইল থানার পরিদর্শক (তদন্ত) মো. উবায়দুর রহমান জানান, জমি সংক্রান্ত বিরোধে বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে প্রতিবেশী শাহীন গংদের সঙ্গে আশরাফ শেখদের সংঘর্ষ হয়।

তিনি জানান, এ সময় প্রতিপক্ষের হামলায় মারাত্মক জখম হন আশরাফ শেখ। পরে তাকে রক্তাক্ত অবস্থায় কিশোরগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা ময়মনসিংহ মেডিক্যেল কলেজ (মমেক) হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টায় তিনি মারা যান।

এ পুলিশ কর্মকর্তা আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর১৫, ২০২১
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।